‘বাংলাদেশে আসার সময় গ্রীসে ১১ টন অস্ত্রসহ উড়োজাহাজ বিধ্বস্ত’

‘বাংলাদেশে আসার সময় গ্রীসে ১১ টন অস্ত্রসহ উড়োজাহাজ বিধ্বস্ত’

১১ টন সমরাস্ত্র পরিবাহী একটি কার্গো উড়োজাহাজ উত্তর-পূর্ব গ্রিসে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী নেবোজা স্টেফানোভিচ। অস্ত্রগুলো বাংলাদেশে আনা হচ্ছিল। খবর বিবিসির।

বিমানটি সার্বিয়া থেকে জর্ডান যাওয়ার সময় শনিবার গভীর গ্রীক শহর কাভালার কাছে একটি গ্রামে বিধ্বস্ত হয়। এতে আরোহী আটজন নিহত হন।

বিধ্বস্ত কার্গো উড়োজাহাজটি থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া নির্গত হচ্ছে। এলাকার দুই কিলোমিটারের মধ্যে বসবাসকারীদের ঘরের ভেতর অবস্থান করতে বলেছে কর্তৃপক্ষ।

প্রতিরক্ষামন্ত্রী নেবোজসা স্টেফানোভিচ বলেন, আন্তোনভ অ্যান-১২ নামে কার্গো উড়োজাহাজটি প্রায় ১১ টন অস্ত্র ও মাইন নিয়ে বাংলাদেশে যাচ্ছিল।

রবিবার সকালে ধ্বংসাবশেষের স্থানটি সতর্কতার জন্য পর‌্যবেক্ষণ করতে ড্রোন ব্যবহার করা হয়।

প্রত্যক্ষদর্শীদের করা ভিডিওতে দেখা গেছে, বিমানটিতে আগুন লেগেছে। এটি বিধ্বস্ত হওয়ার সময় আগুনের একটি বিশাল গোলা দেখা গেছে।

সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, সার্বিয়ার তৈরি প্রায় ১১ টন অস্ত্র বাংলাদেশে নেওয়া হচ্ছিল। ঢাকায় পৌঁছানোর আগে উড়োজাহাজটির জর্ডান, সৌদি আরব এবং ভারতে যাত্রাবিরতি করার কথা ছিল।