অস্ট্রেলিয়াকে হারিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত
আসছে অক্টোবরের শুরুতেই ভারতের মাটিতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। আইসিসির এ মেগা টুর্নামেন্টের আগে প্রস্তুতির অংশ হিসেবে ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে ভারত। গতকাল ছিল তিন ম্যাচ সিরিজের প্রথমটি যাতে অজিদের পাঁচ উইকেটে হারিয়েছে ভারতীয়রা। বিশ্বকাপের আগে এ জয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠে এসেছে তারা।
গতকাল ভারতের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় অস্ট্রেলিয়া। চার রানের মাথায় আউট হয়ে ফিরে যান ওপেনার মিচেল মার্শ। এরপর ক্রিজে আরেক ওপেনার ডেভিড ওয়ার্নারের সঙ্গী হন চোট কাটিয়ে দলে ফেরা স্টিভেন স্মিথ। এ দুজন মিলে পরে বড় একটি জুটিই গড়েছিলেন। দুজন মিলে স্কোরবোর্ডে ৯৪ রান যোগ করেন। ওয়ার্নার তুলে নেন নিজের ব্যক্তিগত ফিফটি। পরে অবশ্য ৫২ রান করেই ফিরে যেতে হয়েছে তাকে।
এদিকে ওয়ার্নার সাজঘরে ফেরার পর ব্যক্তিগত ৪১ রানে মোহাম্মদ শামির বলে আউট হন স্মিথও। এরপর মার্নাস লাবুশেনের ৩৯, ক্যামেরন গ্রিনের ৩১, জশ ইংলিশের ৪৫ এবং মার্কাস স্টয়নিসের ২৯ রানে শেষ পর্যন্ত ২৭৬ রানের পুঁজি পায় অস্ট্রেলিয়া।
পরে অস্ট্রেলিয়ার দেয়া লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত সূচনা পায় ভারত। রুতুরাজ গায়কোয়াড় এবং শুভমান গিলের পেনিং জুটিতেই আসে ১৪২ রান। পরে অধিনায়ক লোকেশ রাহুলের ৫৮ এবং সূর্যকুমার যাদবের ৫০ রানে ৫ উইকেট আর ৮ বল হাতে রেখেই জয় তুলে নেয় ভারত।
এ জয়ে পাকিস্তানকে টপকে ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীরড়ষে ওঠে এসেছে ভারত। টেস্ট এ টিওয়েন্টি র্যাঙ্কিংয়েও আগে থেকেই রোহিত শর্মারা আছেন এক নম্বর স্থানে।