সুনামগঞ্জের জগন্নাথপুর

এক হাজার পরিবার পেল শীতবস্ত্র

এক হাজার পরিবার পেল শীতবস্ত্র

জগন্নাথপুর প্রতিনিধি || সুনামগঞ্জের জগন্নাথপুরে এক হাজার পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামে পেরেন্টস কেয়ার ফাউন্ডেশনের উদ্দোগে এই আয়োজন সম্পন্ন হয়।

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপির নির্দেশনায় হাজী নুরুল ইসলাম মাষ্টার বাড়িতে পেরেন্টস কেয়ার ফাউন্ডেশন চেয়ারম্যান মন্জুল ইসলামে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুল ইসলামের সঞ্চালনায়  এতে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের উপ সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বি স্বরণ, রৌয়াইল ইস্কুলে প্রতিষ্ঠাতা শিক্ষক হাজী নুরুল ইসলাম মাষ্টার, ইউপি সদস্য টিপু সুলতান, রৌয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইদুল ইসলাম রানা প্রমুখ।

এসময় রৌয়াইল ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফিজুর রহমান, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক অর্থ সম্পাদক মামুনুর রশিদ, ছাত্রনেতা তারেক আহমেদ, অনিক শাহা, শিবলু সাদি,  আল মামুন জয়, জগলুল হক, যুবলীগ নেতা কলমধর আলী উপস্থিত ছিলেন।