করোনায় ৬৯ মৃত্যুর দিনে আক্রান্ত ১৩৫৯ জন
জাগো সিলেট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৬৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১ হাজার ৫৭৯ জনে। সবশেষ ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৩৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে মোট করোনা রোগীর সংখ্যা ৭ লাখ ৬১ হাজার ৯৪৩ জন।
করোনাভাইরাস নিয়ে আজ রোববার (২ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে আরো বলা হয়, নতুন করে সুস্থ হয়েছেন ২ হাজার ৬৫৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ করোনা রোগীর সংখ্যা ৬ লাখ ৮৭ হাজার ৩২৮ জন।