খাল-নদীগুলো হতে পারে একেকটি গুপ্তধন
ওপরে নীল আকাশ। আকাশের নিচ দিয়ে সাদা সাদা তুলোর মতো মেঘ বাতাসে ভেসে যাচ্ছে। কিছু দূর থেকে দেখা যাচ্ছে আকাশে পাখির সারি। গাঙচিল, মাছরাঙা, বক সারি বেঁধে আকাশে উড়চ্ছে। জাহাজ চলছে। সামনে শুধু পানি আর পানি। দুই পাশে অপরূপ প্রকৃতি।
কোলাহল আর যানজটের শহর ঢাকা ছেড়ে যদি এমন পরিবেশে যাওয়া যেত? আর ঢাকায় যদি এমন পরিবেশ তৈরি করা যেত তাহলে কেমন হতো?
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ অনুসন্ধান অনুযায়ী, দেশে নদীর সংখ্যা ৪০৫টি। সুনির্দিষ্ট পরিকল্পনা থাকলে প্রতিটি নদী-খাল হতে পারে একেকটি গুপ্তধন। নদীপাড়ের এই অপরূপ সৌন্দর্য উপভোগের সুযোগ করে দিলে বাড়বে দেশি-বিদেশি পর্যটকে সংখ্যা। আসবে রাজস্ব।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) জানায়, বাংলাদেশে কোলাহলমুক্ত অনেক নদী রয়েছে, যেগুলোতে খুব সহজেই ক্রুজ শিপ পরিচালনা করা যেতে পারে। শৃঙ্খলাবদ্ধভাবে যদি বাংলাদেশে ক্রুজ পরিচালনা করা যায় তাহলে প্রতিবছর শত শত কোটি টাকা আয় হতে পারে সম্ভাবনাময় এই খাত থেকে।