ট্রেন ভাড়া আপাতত বাড়ছে না: রেলমন্ত্রী

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে বাস-লঞ্চে যাতায়াতে ভাড়া বাড়লেও আপাতত ট্রেনে ভাড়া বাড়ছে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ব্রাহ্মণবাড়িয়ায় স্টেশন পুনরায় চালুর উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
তেলের মূল্যবৃদ্ধির ফলে ট্রেনে যাত্রার ব্যয় বৃদ্ধি পাবে কিনা, এমন প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ‘আমরা এখন পর্যন্ত এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি।’
তিনি বলেন, ‘আপনারা জানেন যে, রেল সরকারের ভর্তুকিতে চলে। সরকারকে রেলে অনেক ভর্তুকি দিতে হয়। কাজেই এরকম যদি হতো যে আমরা একটা লাভজনক প্রতিষ্ঠান হিসেবে চলছি এবং জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি ব্যাপকভাবে, তাহলে হয়তো আমরা এটা চিন্তা করতে পারতাম।
‘যেহেতু সরকার এখানে ভর্তুকি দিচ্ছে, এখন হয়তো ১০ টাকার জায়গায় ১২টাকা ভর্তুকি দেয়া লাগবে এইটুকুই। এই কারণে আমরা আমাদের দিক থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি। ভবিষ্যতে যদি সার্বিকভাবে এ ধরনের কোনো চিন্তাভাবনা করা হয়, তখন সেটা বিবেচনা করা যাবে। এই মুহূর্তে আমরা কোনো চিন্তা-ভাবনা করিনি।’
৩ নভেম্বর মধ্যরাতে এক প্রজ্ঞাপন জারি করে ডিজেল ও কেরোসিনের মূল্য লিটার প্রতি ১৫ টাকা বা ২৩ শতাংশ বাড়ায় সরকার। প্রতি লিটার ডিজেল এবং কেরোসিনের দাম নির্ধারণ করা হয় ৮০ টাকা, যা আগে ছিল ৬৫ টাকা।
এর পরপরই কেন্দ্রীয়ভাবে বাসমালিকদের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি বিআরটিএ-এর কাছে ভাড়া যৌক্তিক হারে বাড়ানোর দাবিতে ধর্মঘটে নামে। ধর্মঘটের ডাক দেয় লঞ্চ মালিকেরাও। এতে দেশজুড়ে সৃষ্টি হয় অচলাবস্থা।
এমন পরিস্থিতিতে তেলের দামের সঙ্গে ভাড়া সমন্বয়ের দাবিতে পরিবহন মালিক সমিতির সঙ্গে বৈঠকে বসে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। বৈঠক শেষে জানানো হয় দূরপাল্লার বাস ভাড়া ২৭ শতাংশ এবং মহানগরে ২৬ দশমিক ৫০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।আর লঞ্চের ভাড়া ১০০ কিলোমিটারের বেশি গন্তব্যের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ২ টাকা করে এবং ১০০ কিলোমিটারের কম গন্তব্যের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ২ টাকা ৩০ পয়সা করে পুনর্নির্ধারণ করে দেয় বিআইডব্লিউটিএ।