দক্ষিণ সুরমায় পুলিশী অভিযানে ভারতীয় পণ্য উদ্ধার

দক্ষিণ সুরমা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় পণ্য উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে একজনকে।
পুলিশ জানায়, দক্ষিণ সুরমা থানার সন্নিকটে চন্ডীপুল পয়েন্টের সড়কে একটি প্রাইভেট কারকে (ঢাকা মেট্রো-গ-১১-৫৫৯১) থামার সংকেত দিলে অজ্ঞাতনামা ২/৩ জন গাড়ী থামিয়ে দৌড়ে পালিয়ে যায়। এসময় গাড়িতে তল্লাশি চালিয়ে ২১০টি সেখ নাসিরুদ্দিন বিড়ির প্যাকেট (১ লাখ ৫ হাজারটি) উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক মূল্য এক লাখ পাঁচ হাজার টাকা
ঘটনাস্থল থেকে আটক করা হয় মো: আজাদ মিয়া (২৫) নামের এক যুবককে। সে ওসমানীনগর থানার করনসি গ্রামের হুশিয়ার আলীর ছেলে।
এঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দক্ষিণ সুরমা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।