দানব করোনায় দিশেহারা সিলেট, আজও ১৭ জনের মৃত্যু

দানব করোনায় দিশেহারা সিলেট, আজও ১৭ জনের মৃত্যু

সিলেটে ক্রমেই করোনা পরিস্থিতি নাজুক হয়ে পড়ছে। প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যু সংখ্যা বাড়ছে। সোমবার সকাল ৮টার পর থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে বিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা ৯১৯ জন।

এদিকে এই সময়ে বিভাগে নতুন করে আরও ৩৫৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ খবর জানানো হয়।

এতে বলা হয়েছে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হওয়া ৩৫৭ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৯ হাজার ৬২৮ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ২৬ হাজার ৭৬৩ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৬৭৫ জন, হবিগঞ্জ জেলায় ৫ হাজার ৯৩৬ জন, মৌলভীবাজারে ৭ হাজার ৮৬ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ হাজার ১৬৮ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩২ জন। যাদের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন। এছাড়া বিভাগের মৌলভীবাজার জেলায়  ৩ জন রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৮১ জন।

একইদিনে সিলেট বিভাগে নতুন করে আরও ৭৫৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৩৭ হাজার ৭৯৫ জন।