বালাগঞ্জে ডিটিএলভি আইইএলটিএস সেন্টারের ফ্রি সেমিনার

এসএসসি ও দাখিল ফল প্রার্থীদের নিয়ে বালাগঞ্জের একমাত্র আইএলটিএস ইংলিশ প্রতিষ্ঠান ডিটিএলভি আইইএলটিএস সেন্টারের ফ্রি স্পোকেন ইংলিশ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে দিনব্যাপী স্থানীয় লতিফা কমিউনিটি সেন্টার এ সেমিনার আয়োজন করা হয়।
বালাগঞ্জ ব্রাঞ্চের ইনচার্জ সাংবাদিক আবুল কাশেম অফিক ও প্রতিষ্ঠানের শিক্ষক আহমেদ জাছিম এর যৌথ পরিচালনায়
সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন ডিটিএলভি’র চেয়ারম্যান প্রিন্সিপাল মিনহাজ উদ্দিন মিলাদ।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বালাগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আজগর। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, নবীগঞ্জ পাঞ্চারাই দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা হোসাইন আহমদ মিসবাহ।
এছাড়াও বক্তব্য রাখেন, হামছাপুর-মাকড়সি মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মিসবাহ উদ্দিন মিসলু, কবি মীম হুসাইন, সাংবাদিক আ.হ. ইমন শাহ, কাজল মিয়া, হেলাল আহমদ, ডিটিএলবি গোয়ালাবাজার ব্রাঞ্চের ইনচার্জ মুস্তাক উদ্দিন মিফতাহ, বালাগঞ্জ ব্রাঞ্চের উদ্যোগে সহকারী ইনচার্জ সারোয়ার শাকিব, ডিটিএলভি বালাগঞ্জ ব্রাঞ্চের খণ্ডকালীন শিক্ষক মামুন আহমদ, নাসিম আহমদ সোহাগ।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রেদোয়ান আহমেদ, তানিজ আলী ইভা, তারিফুল ইসলাম, সীমা বেগম, ফাতেমা আক্তার ঝুমা, হাফসা বেগম, সাজিদুর রহমান প্রমুখ।
সেমিনারে বিভিন্ন এলাকা থেকে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীরা অংশ নেন । সেমিনার শেষে কুইজ প্রতিযোগিতায় লটারির মাধ্যমে একটি নতুন কম্পিউটার বিজয়ী বালাগঞ্জের পার্শ্ববর্তী রাজনগর উপজেলার জোড়াপুর গ্রামের নাজিফা সাদিয়ার হাতে তুলে দেন অতিথিরা।
জাগোসিল/ইশা