শ্রীমঙ্গলে ফসলি জমিতে শিশুর গলাকাটা লাশ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক শিশুর গলাকাটা লাশ পাওয়া গেছে।
শুক্রবার উপজেলার সিন্দুরখাঁন ইউপির সাইটুলা গ্রামে এ ঘটনা ঘটে। মাহিন আহমদ নামের ঐ শিশু একই এলাকার আবুল হোসেন ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার থেকে মাহিন নিখোঁজ ছিলো। খোঁজাখুঁজি করেও তাকে না পাওয়া গেলে এলাকাজুড়ে মাইকিং করানো হয়। পরে শুক্রবার ফসলী জসিতে তার গলাকাটা লাশ পাওয়া যায়।
শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানান, প্রাথমিক ভাবে হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। ঘটনার তদন্ত চলমান রয়েছে, ময়নাতদন্ত শেষে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।