সিলেটে উলামা মাশায়েখ পরিষদ-র শীতবস্ত্র বিতরণ

সিলেটে উলামা মাশায়েখ পরিষদ-র শীতবস্ত্র বিতরণ

সমাজের কোন গোষ্ঠীকে সুবিধাবঞ্চিত রেখে আর্ত-সামাজিক উন্নয়ন সম্ভব নয়। হত দরিদ্র সুবিধাবঞ্চিত মানুষেরাও আমাদের স্বজন। বিত্তবানদের সম্পদে তাদের হক রয়েছে। তাই সামাজিক দায়বদ্ধতা থেকে এই শীতে শীতার্ত মানুষের কল্যানে এগিয়ে আসা বিত্তবানদের নৈতিক দায়িত্ব।

উলামা মাশায়েখ পরিষদ সিলেট মহানগরীর উদ্যোগে নগরীর পাঠানটুলা এলাকায় হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে বক্তারা উপরোক্ত কথা বলেন। ড. মাওলানা এ এইচ এম সোলায়মানের সভাপতিত্বে ও মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অধ্যক্ষ মাওলানা ফখরুল ইসলাম, হাফিজ মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী ও মাওলানা আসাদুর রহমান। উপস্থিত ছিলেন মাওলানা আব্দুশ শহীদ, মাওলানা শওকত আলী ও হাফিজ মাওলানা মুখলিসুর রহমান প্রমুখ।