সিলেটে বিদেশী মদ উদ্ধার

সিলেটের গোয়াইনঘাট থানাধীন হাদারপাড়া থেকে পরিত্যক্ত অবস্থায় ১৩৪ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে র্যাব। তবে এসময় র্যাব কাউকে আটক করতে পারেনি।
রবিবার (৩১ অক্টোবর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে র্যাব। বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর মেজর মাহফুজুর রহমান।
তিনি জানান, গোপন তথ্যে র্যাব অভিযান চালিয়ে ম্যাকডুয়েলস নামের ১৩৪ বোতল বিদেশী মদ উদ্ধার করে। পরবর্তী আইনিব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মদ গোয়াইনঘাট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।