সিলেটে মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির পূজা মণ্ডপ পরিদর্শন

সিলেটে মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির পূজা মণ্ডপ পরিদর্শন

শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও মহানগর যুবলীগের নেতৃবৃন্দ ।

সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায়  সিলেট মহানগরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বিভিন্ন  পূজা মন্ডপে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও মত বিনিময় করেন এবং আর্থিক অনুদান প্রদান করেন, এসময় তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। ধর্ম যার যার উৎসব সবার। আওয়ামী লীগ সরকারের আমলে হিন্দু সম্প্রদায়ের মানুষরা শান্তিতে থাকেন ও নির্বিঘ্নে ধর্ম পালন করতে পারেন। এছাড়াও নেতৃবৃন্দ বলেন  বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসব শতভাগ নিরাপত্তার মধ্য দিয়ে পালনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তাদের পাশে আছে।

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবলীগের সহ সভাপতি ফাইয়াজ খান সলিট, সৈয়দ  গুলজার হোসেন,  সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন ইমু, ধর্মসম্পাদক সাইদুর রহমান,  উপ ত্রান সম্পাদক এড আকবর হোসেন, সদস্য এমদাদুল হক উবেদ, মহানগর যুবলীগ নেতা  স্বপন সরকার, শিপন খান, জাকারিয়া ইমরুল, তানভীর হোসেন, পরিদর্শনকালে বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।