‘দাবি পূরণ সম্ভব নয়’ জেনে ফের আন্দোলনের ঘোষণা রনির

‘দাবি পূরণ সম্ভব নয়’ জেনে ফের আন্দোলনের ঘোষণা রনির

রেলের অব্যবস্থাপনা নিয়ে আন্দোলনে নামার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনির তোলা ছয় দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দিলেও তিন মাস পর তাকে জানানো হয়েছে, এগুলো বাস্তবায়ন সম্ভব নয়।

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের কাছ থেকে এই বক্তব্য শুনে এসে রনি আবার আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন। বলেছেন, আগামী ১ নভেম্বর থেকে তিনি ফের কর্মসূচি শুরু করবেন।

বৃহস্পতিবার রেলমন্ত্রী ও রেলের মহাপরিচালকের আমন্ত্রণে রেলভবনে গিয়ে তাদের সঙ্গে আলোচনা করেন রনি। এরপর আলোচনার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

রনি বলেন, ‘আমি সন্তুষ্ট নই। আমি তাদেরকে বলব, যে কথা আমাকে বারবার বলেছেন, এটা জনগণকে বলে দেন। আমি আর কিছুদিন অপেক্ষা করব। যদি দাবি বাস্তবায়ন করে দেয় তাহলে ভালো। নয়ত এক নভেম্বর থেকে আবারও আন্দোলনে নামব।’

আপনাকে কী কথা বলা হয়েছে- জানতে চাইলে তিনি বলেন, ‘মন্ত্রী মহোদয় বলেছেন আমার যে দাবি, সেগুলো এক মাস, তিন মাস, ছয় মাস কিংবা এক বছর, দুই বছরেও বাস্তবায়ন করা সম্ভব না। আমি বললাম কেন সম্ভব নয়? তাহলে আমাকে কেন বলা হলো, সময় নেয়া হলো, বাস্তবায়ন করা সম্ভব। এটা তো আমাকে ঠকানো হল। আমাকে বলছেন, জনগণকে কেন আপনারা বলছেন না?’