সিলেটে মোকাব্বির ও মুহিবুর রহমানসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

সিলেটে মোকাব্বির ও মুহিবুর রহমানসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান ও বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমানসহ সাত প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তা ও সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাই-বাছাইকালে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

রোববার (৩ ডিসেম্বর) সকাল থেকে সিলেটের ৬ আসনের সব প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু করেন রিটার্নিং কর্মকর্তা ও সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। যাচাই-বাছাইয়ে সিলেট-২ আসনের ১৪ প্রার্থীর মধ্যে ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। এসময় সাতজনের বাতিল ও একজনের মনোনয়ন স্থগিত ঘোষণা করা হয়।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন গণফোরামের প্রার্থী মোকাব্বির খান, স্বতন্ত্রপ্রার্থী মুহিবুর রহমান, ইকবার হোসেন, তৃণমূল বিএনপির মোহাম্মদ আব্দুর রজব, বাংলাদেশ কংগ্রেসের মো. জহির, স্বতন্ত্র প্রার্থী মোশাহিদ আলী ও কৃষক শ্রমিক জনতালীগের প্রার্থী আবুল কালাম আজাদ।

বৈধ প্রার্থীরা হলেন নৌকার প্রার্থী সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, তৃণমূল বিএনপির মোহাম্মদ আবদুল মান্নান খান, বাংলাদেশ কংগ্রেসের মো. জহির ও স্বতন্ত্র প্রার্থী আলতাফুর রহমান সোহেল, ন্যাশনাল পিপলস পার্টির মো, মনোয়ার হোসাইন। এছাড়া জাতীয় পার্টির মাহাবুবুর রহমানের মনোনয়ন স্থগিত রয়েছে।