'সংঘর্ষে গিয়ে' ইটের আঘাতে আহত সাবেক কাউন্সিলর আশিক

'সংঘর্ষে গিয়ে' ইটের আঘাতে আহত সাবেক কাউন্সিলর আশিক

সিলেট সিটি করপোরেশনের ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনসার আহমদ কয়েছের ছোট ভাই একই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশিক আহমদ দুপক্ষের মারামারি ভাঙ্গাতে গিয়ে আহত হয়েছেন। গত সোমবার দুপুরে ৩০নং ওয়ার্ডের চান্দাই টিওরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা যায়, ২০১৭ সাল থেকে জায়গাজমি নিয়ে চান্দাই পশ্চিম পাড়ার হোসনে আরা জেলি ও রিপনের মধ্যে মামলা-মোকদ্দমা চলে আসছে। 

এরই ধারাবাহিকতায় গত সোমবার তাদের মধ্যে উত্তেজনা দেখা দিলে কাউন্সিলর আশিক সেখানে উপস্থিত হয়ে দু'পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। এক পর্যায়ে একটি ইটের আঘাত তার মাথায় পড়ে তিনি আহত হন।

এদিকে, গত মঙ্গলবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতে রিপনের ছোট ভাই শহীদুল ইসলাম বাদী হয়ে আশিক আহমদ, জেলিসহ ৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ প্রদান করেন।

এছাড়াও, এই ঘটনায় হোসনে আরা বেগম বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে অপর একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটিরও তদন্ত চলমান রয়েছে।