প্রবাসীকল্যাণ সেল আরও কার্যকর করা হবে : সিলেটে প্রতিমন্ত্রী শফিক
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী- সিলেট-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বলেছে, প্রবাসীদের সমস্যা সমাধানের জন্য প্রবাসীকল্যাণ সেল আরও কার্যকর করার পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া প্রবাসীদের সমস্যা সমাধানে আরোও বেশকিছু পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাব আয়োজিত সংবর্ধনা শেষে কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, প্রবাসীরা এয়ারপোর্টে আগের মতো এখন আর হয়রানির শিকার হন না। এয়ারপোর্টে প্রবাসীদের যাতে কোনোভাবেই হয়রানির না করা হয় সেদিকে আমরা খেয়াল রাখছি।