ভারতকে মানবিক বিবেচনায় সহযোগীতা করা উচিত

ভারতকে মানবিক বিবেচনায় সহযোগীতা করা উচিত
মিসবাহ উদ্দীন আহমেদ

মিসবাহ উদ্দীন আহমেদ: ভারতে যদি অক্সিজেনের তীব্র সঙ্কট থেকেই থাকে তবে মানবিক বিবেচনায় অবশ্যই সহযোগীতা করা উচিত। যতোদূর জানি আমাদের দেশে অক্সিজেন উৎপাদনে কোন সঙ্কট নেই।

যে যাই বলুন, একাত্তরের দুর্দিনে ভারত আমাদের পাশেই ছিল। এটা অস্বীকার করার কোন অবকাশ নেই। সরকারি-বেসরকারি উদ্যোগে সহযোগীতার হাত বাড়িয়ে দেয়া উচিত।

চিন্তা করুন, একাত্তরে আমাদের প্রিয়জনেরা যখন উদ্ভাস্তু, তখন তারাই আমাদের আশ্রয় দিয়েছে। খাইয়েছে, চিকিৎসা দিয়েছে। পাকিস্তানের সাথে যুদ্ধের রণাঙ্গণেও তারা পরোক্ষভাবে সহযোগীতা করেছে।

বন্ধু স্বার্থপর না নিঃস্বার্থ, সেই তর্কে না গিয়ে বন্ধুর বিপদে এগিয়ে যাওয়াই বন্ধুত্বের আসল পরিচয়... ভারতের জন্য সমবেদনা। (লেখাটি ফেসবুক থেকে সংগৃহিত)

লেখক
প্রধান প্রতিবেদক
দৈনিক একাত্তরের কথা