সিলেটজুড়ে ভূমিকম্প অনুভূত
নিজস্ব প্রতিবেদক: সিলেটজুড়ে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।
বুধবার (২৮ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৮টা ২১ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। প্রাথমিকভাবে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের আসামে বলা হচ্ছে। সেখানে এর মাত্রা ছিল ৬.২। কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্প কেঁপে ওঠে ঘরবাড়ি। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এরই মধ্যে টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত তথ্য জানাচ্ছে সবাই।