৭ দিনের মধ্যে এনআইডি কার্যক্রমকে গতিশীল করার নির্দেশ ইসির
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবাকে গতিশীল করতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ৭ দিনের সময় দিয়ে বিভিন্ন আবেদনের ধরণ (ক্যাটাগরি) নির্ধারণের নির্দেশ দিয়েছে সংস্থাটি।
বুধবার (৩০ অক্টোবর) এনআইডি অনুবিভাগের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম নির্দেশনাটি আঞ্চলিক কর্মকর্তাদের পাঠিয়েছেন।
এতে বলা হয়েছে, বিভিন্ন স্ট্যাটাসে থাকা কিছু সংশোধনের আবেদন ক্যাটাগরি করার আগেই স্ট্যাটাস পরিবর্তন করা হয়েছে। এ সকল আবেদন ক্যাটাগরি করা ছাড়া কর্মকর্তারা নিষ্পত্তি করতে পারছেন না। যা জরুরি ভিত্তিতে আগামী ৭ কার্যদিবসের মধ্যে ক্যাটাগরি করার জন্য সংশ্লিষ্ট অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদেরকে নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।
এনআইডি আবেদনগুলো সমস্যার ধরণ অনুযায়ী ছয়টি ক্যাটাগরিতে নিষ্পত্তি করা হয়। ক্যাটাগরি না করা হলে কার্ড ম্যানেজমেন্ট সিস্টেমে আবেদন নিষ্পত্তি করা যায় না। এ গুলো তারা ফেলে রেখেছিলেন বলে জানা গেছে। তাই আঞ্চলিক কর্মকর্তাদের ক্যাটাগরি করার জন্য সাতদিন সময় দেওয়া হয়েছে।