আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ে ভারতকে পেছনে ফেলল বাংলাদেশ
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ে আইসিসির ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকায় ভারতকে পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছে টাইগাররা।
গতকাল চেমসফোর্ডে আইরিশদের বিপক্ষে মাঠে নামার আগে সুপার লিগের পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান ছিল চারে। ২২ ম্যাচে তাদের সংগ্রহ ছিল ১৩৫ পয়েন্ট। ২১ ম্যাচে ভারতের সংগ্রহ ১৩৯ পয়েন্ট। তবে আইরিশদের ৩ উইকেটে হারিয়ে আরও ১০ পয়েন্ট যোগ হওয়ায় বাংলাদেশের পয়েন্ট দাঁড়ায় ১৪৫-এ।
ভারতের চেয়ে ৬ পয়েন্ট বেশি নিয়ে তিনে উঠে এসেছে বাংলাদেশ। ২৩ ম্যাচে তামিমবাহিনীর জয় ১৪টি। ২১ ম্যাচে ভারতের জয় ১৩টি। বাংলাদেশের উপরে আছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। দুইয়ে থাকা ইংলিশদের পয়েন্ট ১৫৫ এবং শীর্ষে থাকা নিউজিল্যান্ডের সংগ্রহ ১৭৫ পয়েন্ট। আর ১৩০ পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান পাকিস্তানের।