ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার
কক্সবাজার, ১৬ জুন- কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর হোসেনের বাড়ি থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে টেকনাফ থানা পুলিশের একটিদল অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়েছে। এ সময় পুলিশ অভিযানের খবর পেয়ে ইউপি চেয়ারম্যান নুর হোসেনসহ অন্যান্য পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন টেকনাফ থানা পুলিশের ওসি প্রদীপ কুমার দাশ। ওসি প্রদীপ কুমার দাশ জানান, টেকনাফ উপজেলার সাবরাং ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন তালিকাভুক্ত ইয়াবা কারবারি। তবে তথ্যপ্রমাণ এবং থানায় কোনো মামলা না থাকায় এতদিন তাকে গ্রেপ্তার বা আইনগত ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি। সর্বশেষ সোমবার রাতে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে একটি সিন্ডিকেট ইয়াবা পাচারের গোপন সংবাদে অভিযান চালায়। এ সময় পুলিশের অভিযানের খবরে ইউপি চেয়ারম্যান নূর হোসেন ও তার সিন্ডিকেটের সদস্যরা পালিয়ে যায়। পরে তল্লাশি করে তার বাড়ি থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নূর হোসেন ও তার তিন সহযোগী দিল মোহাম্মদ (৩৫), হাফেজ উল্লাহ (৪০), লালা (৩০)সহ ৪ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ থানায় একটি মামলা করা হয়েছে। ওসি প্রদীপ আরো জানান, সম্প্রতি মহামারি করোনাভাইরাসে পুলিশ ও আইনশৃংখলা বাহিনীর সদস্যদের ব্যস্ততার সুযোগে ইয়াবাপাচারকারিরা ফের সক্রিয় হয়ে উঠেছে। একদিকে করোনা পরিস্থিতি মোকাবিলা, অন্যদিকে মাদক নিয়ন্ত্রণে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। তবে যেকোন কিছুর বিনিময়ে মাদক নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাওয়ার কথা বলেন পুলিশের এই কর্মকর্তা। সূত্র: দেশ রূপান্তর এম এন / ১৬ জুন