উপসর্গ নিয়ে সীতাকুণ্ডে তিন দিনে ৭ মৃত্যু

উপসর্গ নিয়ে সীতাকুণ্ডে তিন দিনে ৭ মৃত্যু

চট্টগ্রাম, ৮ জুন- চট্টগ্রামের সীতাকুণ্ডে করোনার উপসর্গ নিয়ে রবিবার আরও দুজনের মৃত্যু হয়েছে। তাদের নাম ছালে আহমেদ (৫৫) ও জালাল আহমদ (৮০)। এনিয়ে গত তিন দিনে সীতাকুণ্ডে করোনার উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্র জানায়, উপজেলার কুমিরার বাসিন্দা ছালে আহমেদ কিছুদিন ধরে জ্বর-গা ব্যাথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। পরিবারের লোকজন তাকে নিয়ে চমেক হাসপাতালে ভর্তি করান। পরে সেখান থেকে নিয়ে যাওয়া হয় আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে। সেখোনে তিনি আইসিইউতে ছিলেন। রবিবার সকালে তার মৃত্যু হয়। কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোর্শেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। অন্যদিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের উত্তর বগাচতর এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা জালাল আহমদ গত কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন । রবিবার বেলা ১১টার দিকে তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে বেলা একটার দিকে তিনি মারা যান। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ জানান, রবিবার করোনার উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। তার আগে দুদিনে মারা গেছেন পাঁচজন। সব মিলিয়ে তিনদিনে মৃত্যু হয়েছে সাতজনের। যারা সীতাকুণ্ডে মারা গেছেন তাদের সবার নমুনা সংগ্রহ করা হয়। তাদের মধ্যে শনিবার মারা যাওয়া পুলিশের এসআই একরামুল ইসলামের করোনা পজিটিভ এসেছে। অন্যদের নমুনা ফলাফল পাওয়া যায়নি। সূত্র: কালের কন্ঠ আর/০৮:১৪/৮ জুন