উৎসবে শেষ হলো ইউপির ভোট গ্রহন

উৎসবে শেষ হলো ইউপির ভোট গ্রহন

উৎসবমুখর পরিবেশে সুনামগঞ্জের জগন্নাথপুরের সাত ইউনিয়নে নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে একযোগে ৭৭টি ভোটকেন্দ্রে ভোট শুরু হয়।

শীতের সকাল হওয়ায় ভোট কেন্দ্রগুলোতে উপস্থিতি কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারও বাড়ে।

বেশ কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা গেছে অধিকাংশ ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিলেন।

জগন্নাথপুর উপজেলা নির্বাচন রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান জানান, সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

প্রসঙ্গত- জগন্নাথপুরে সাতটি ইউনিয়নের ভোট ভোটার সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৭২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭০ হাজার ২শ ৪৯ এবং নারী ভোটার ৬৯ হাজার ৮শ’ ২৩ জন। মোট কেন্দ্র ৭৭ টি।