এক যুগ পর জিম্বাবুয়েতে সিরিজ জয়

এক যুগ পর জিম্বাবুয়েতে সিরিজ জয়

শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে বাংলাদেশকে সিরিজ জেতালেন সাকিব আল হাসান। লক্ষ্য আহামরি বড় ছিল না, ৩০০ বলে ২৪১ রান। কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে লক্ষ্য কঠিন করে ফেলে অতিথিরা। 

কিন্তু দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন সাকিব আল হাসান। যাকে জিম্বাবুয়ের কোনো বোলার ভোগাতে পারেননি, মনোবল নাড়াতে পারেননি। তার অপরাজিত ৯৬ রানের নজরকাড়া ইনিংসে বাংলাদেশ ম্যাচ জিতেছে ৩ উইকেটে। তার সঙ্গে সাইফ উদ্দিন অপরাজিত ছিলেন ২৮ রানে। দুজনের অষ্টম উইকেটে ৬৪ বলে ৬৯ রানের জুটি বাংলাদেশকে জয় এনে দেয়। 

সাকিবের ব্যাটে শেষটাও রাঙায় বাংলাদেশ। শেষ ৬ বলে দরকার ছিল ৩ রান। মুজারাবানির প্রথম বলে সাকিব হাঁকান বাউন্ডারি। বাংলাদেশের ড্রেসিংরুমে সিরিজ জয়ের আনন্দ। সাকিব পেলেন ম্যাচসেরার পুরস্কার। ব্যাটিংয়ের আগে সাকিব বল হাতেও নেন ২ উইকেট। 

স্কোর: বাংলাদেশ ২৪২/৭

ওভার: ৪৯.১ ওভার

জিম্বাবুয়ে ২৪০/৯