কাফনের কাপড়ে মৌন মিছিল, ‘প্রতীকী লাশ’ বহন

শাদমান শাবাব, শাবি ।। উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে গত বুধবার (১৯ জানুয়ারি) দুপুর তিনটা থেকে আমরণ অনশনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৪ জন শিক্ষার্থী। এরই মধ্যে পেরিয়ে গেছে তাদের অনশনের ৭২ ঘন্টা। কিন্তু মেলে নি তাদের দাবির প্রেক্ষিতে কোনো সমাধান। তাই গুরুতর অসুস্থাবস্থায় এবং হাসপাতালে চিকিৎসাধীন থেকেও অনশন চালিয়ে যাচ্ছেন তারা। এদিকে, উপাচার্যের পদত্যাগ দাবিতে আজ শনিবার (২২ জানুয়ারি) কাফনের কাপড় পরে মৌন মিছিল করেছেন কয়েকশ’ আন্দোলনরত শিক্ষার্থী।
শনিবার (২২ জানুয়ারি) বেলা পৌনে তিনটা থেকে কর্মসূচি পালনের জন্য বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে জড়ো হতে থাকেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে দুপুর তিনটায় একটি ‘প্রতীকী লাশ’ সামনে রেখে মৌন মিছিল শুরু করেন তারা৷ মিছিলটি গোলচত্বর থেকে বিশ্ববিদ্যালয়ের চেতনা–৭১ হয়ে পুণরায় গোলচত্বরে মিলিত হয়৷
এসময় শিক্ষার্থীরা বলেন, আমাদের এক দফা এক দাবি উপাচার্যের পদত্যাগ। এই দাবিতে আমরা গত বুধবার দুপুর ৩টায় ২৪ জন শিক্ষার্থী অনশনে বসেন। প্রায় ৭২ ঘন্টা অতিবাহিত হওয়ার পরও আমাদের দাবি মেনে নেয়া হয়নি। তাদের স্বাস্থ্য ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে এবং তারা ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। আমরা আমাদের সহযোদ্ধাদের কোনোভাবেই একা মৃত্যুর দিকে ঠেলে দিতে পারি না।
শিক্ষার্থীরা জানায়, পরিস্থিতি যেমনই হোক না কেন আমাদের এই এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলনের মঞ্চ থেকে এক পাও নড়ব না। আমরা পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে কাফনে পরিধান করে মিছিল করছি।
তারা বলেন, এই উপাচার্যের জন্য যদি এক জনেরও মৃত্যু হয় তাহলে আমরা সবাই মৃত্যুর জন্য প্রস্তুত আছি এবং এই মৃত্যুর দায় উপাচার্য নিবে।
এদিকে অনশনরত শিক্ষার্থীদের অবস্থা ভালো নেই, বেশির ভাগের অবস্থাই মরণাপন্ন। স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটায় কিছু শিক্ষার্থীকে অনশন ভাঙার পরামর্শ দিয়েছেন ডাক্তারেরা। এখন পর্যন্ত সিলেটের তিনটি হাসপাতালে মোট ১৬ জন গুরুতর অসুস্থ শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে। এছাড়া উপাচার্যের বাস ভবনের সামনে অবস্থানরত সাতজনের অবস্থাও ভালো নেই বলে জানিয়েছেন দায়িত্বরত ডাক্তার।