খাসদবীরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
সিলেটের খাসদবীর এলাকায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। নিহত রফিকুল ইসলাম (৩৫)সদর উপজেলার সাহেবের বাজার এলাকার মৃত আব্দুস সালামের ছেলে। এ ঘটনায় রাব্বি নামে অপর এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে নগরীর খাসদবীর পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক ওসমানী শিশু উদ্যানের মোটরসাইকেল রেইসার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় এলাকাবাসী জানান, প্রতিদিনের মতো কর্মস্থল থেকে ফেরার পথে মোটরসাইকেল যোগে নগরীর খাসদবীর এলাকায় পৌঁছামাত্র অপর একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
জালালাবাদ থানার এসআই অমিত দাশ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, নিহতের লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।