গণমাধ্যমে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর
গণমাধ্যমে সঠিক তথ্য তুলে ধরার জন্য সাংবাদিকদের আহ্বান জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
তিনি বলেছেন, আপনারা বলেছেন বাঁধ নির্মাণের কাজ দেরিতে শুরু হয়েছে। দেরিতে শুরু হওয়ার কারণও রয়েছে। সময় মতো হাওড় থেকে পানি নেমে যায়নি বলেই কাজ দেরিতে হয়েছে।
বুধবার সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।
‘কিন্তু সব পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) দেরিতে হয়নি। বেশিরভাগ কাজ কিন্তু সময় মতো হয়েছে। ৭২৭টি পিআইসির মধ্যে কয়টা পিআইসির বাঁধ ভেঙেছে? মাত্র তিনটি জায়গায় ভেঙেছে। সামষ্টিকভাবে যদি আপনারা দেখেন, সেটাও কিন্তু ক্ষতি হয়নি। কিন্তু মিডিয়া কর্মীরা পুরো দেশের মানুষকে আতঙ্কিত করতেছেন, এটা কিন্তু ঠিক না।’
এ সময় প্রতিমন্ত্রী সাংবাদিকদের আরো সংবরণ হওয়ার ও সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানান।
প্রকল্প বাস্তবায়ন কমিটি নিয়ে জাহিদ ফারুক বলেন, সুনামগঞ্জে ৭২৭টি পিআইসির মাধ্যমে ফসল রক্ষা বাঁধ নির্মাণ করা হয়েছে। নিয়ম হলো যে এলাকার ফসল সে এলাকার মানুষকে কমিটিতে রাখার। সব কৃষকের কাজ করার ক্ষমতা নেই। সবার আর্থিক অবস্থাও ভালো নয়। ম্যানেজ করে কাজ করার ক্ষমতা তাদের নেই। যারা দুর্বল সেখানেই কাজ ঠিকমতো হয়নি।
তিনি আরো বলেন, সুনামগঞ্জে ২ লাখ ২৩ হেক্টর জমিতে ফসল উৎপাদন হয়েছে। সেখানে মাত্র ৫ হাজার হেক্টর জমিতে ক্ষতি হয়েছে। এটা কোনো পারসেন্টিসে আসে না। তবে যে এলাকায় ক্ষতি হয়েছে সে এলাকার কৃষক ভাইদের জন্য দুঃখ প্রকাশ করতেছি, সহযোগিতার ব্যবস্থা করব।
মন্ত্রী বলেন, সার্বিকভাবে পুরো দেশের খাদ্যশস্য মজুদের ওপর কোনো প্রভাব পড়বে না। দাম বাড়ারও কোনো সুযোগ নেই। আপনারা যদি এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে অন্যভাবে রিপোর্ট না করেন তাহলে চালের দাম বাড়বে না। আপনারা যদি অন্যভাবে রিপোর্ট করেন তাহলে অসাদু ব্যবসায়ীরা এর সুযোগ নেবে।