গাজায় নিহতদের সরণে প্রার্থনা শুক্রবার শনিবার শোক পালন

গাজায় নিহতদের সরণে প্রার্থনা শুক্রবার শনিবার শোক পালন

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহতদের স্মরণে শুক্রবার জু’মার নামোজ শেষে দেশব্যাপী মসজিদে মসজিদে দোয়া এবং সারাদেশে মন্দির, প্যাগোডা ও গির্জায় বিশেষ প্রার্থনা করার জন্য আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ফিলিস্তিনের গাজায় নিহতদের সরণে আগামী শনিবার দেশব্যাপী শোক পালনের ঘোষণা দিয়েছেন। 

সারাদেশে ১৫০টি সেতু এবং মহাসড়কে নির্মিত ওভারপাস উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই ঘোষনা দেন। এসময় শেখ হাসিনা আরও বলেন, ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় আহত নারী, পুরুষ ও শিশুদের চিকিৎসার জন্য ওষুধ সামগ্রি পাঠাতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় সেই প্রস্তুতিও নিয়েছে। 

অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, আজকে ফিলিস্তিনে হাজার হাজার মানুষ মারা গেছেন। তাদের জন্য কোনো একটা কথাও বিএনপিকে বলতে শুনিনি। তারা আন্দোলনে ব্যস্ত।