ছাতকে মসজিদে যেতে বাঁধা দেওয়ায় দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ

ছাতকে মসজিদে যেতে বাঁধা দেওয়ায় দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ

সুনামগঞ্জের ছাতকে মসজিদে যেতে বাঁধা দেওয়ায় দু’পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। রোববার (২৬ মার্চ) রাতে উপজেলার কামরাঙ্গী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

জানা যায়, উপজেলার কামরাঙ্গী গ্রামের সোহরাব আলী মেম্বারের পক্ষের লোকজন কয়েছ মিয়া মেম্বারের পক্ষের এক কিশোরকে মসজিদে যেতে বাঁধা দেওয়ার জেরে  দু'পক্ষের মধ্যে এ সংঘর্ষের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালসহ দক্ষিণ সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছাতক থানার ওসি খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন, দু’পক্ষের মধ্যে পূর্ব বিরোধ ছিলো। এরই জেরে একজনকে মসজিদে যেতে বাঁধা দেওয়ায় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ২৯ রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।