জৈন্তাপুরে ফের সড়ক দুর্ঘটনায় নিহত ৩
নিজস্ব প্রতিবেদক::
সিলেটের জৈন্তাপুরের ফেরিঘাট এলাকায় সড়ক দুর্ঘটনায় ৫ জন মৃত্যুর পর এবার উপজেলার দরবস্ত এলাকায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। রোববার (১ মে) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মালবাহী একটি ট্রাক জাফলং যাওয়ার পথে দরবস্ত বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেল গ্যারেজে ঢুকে যায়। এতে ৩ জন ঘটনাস্থলেই নিহত হন। এঘটনায় আরও দুজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায় নি।
জৈন্তাপুর থানার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী তিনজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার (২ মে) সকাল সাড়ে ৬টার দিকে সিলেটের জৈন্তাপুরে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হন।
নিহতরা হলেন, পাখিবিল এলাকার মৃত আরব আলীর ছেলে হোসেন আহমদ (৩৫), জামাল মিয়ার স্ত্রী সাফিয়া বেগম (২৯), জামাল মিয়ার মেয়ে সাদিয়া (৭), জামাল মিয়ার ছেলে শাহাদাত (৫ মাস), মৃত হাফিজ মিয়ার স্ত্রী হাবিবুন্নেসা (৩৩)।
স্থানীয়রা জানান, জৈন্তাপুর ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা হঠাৎ মহাসড়কে উঠলে দ্রুতগামী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।