জৈন্তাপুরে বাসচাপায় প্রাণ গেলো অটোরিকশার ৫ যাত্রীর
সিলেট তামাবিল মহাসড়কে বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জৈন্তাপুর থানাধীন দরবস্ত এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জৈন্তাপুরের বড়খলা গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে মোশদ আলী (৫০), একই উপজেলার শ্রীখেল গ্রামের মোজাম্মিল আলীর ছেলে হাজী নুর উদ্দিন (৫৫), বারগতি গ্রামের আব্দুল বারীর ছেলে আব্দুল লতিফ (৫০), ফরফরা গ্রামের তরিকুল ইসলামের ছেলে কামাল (২৫) ও দিঘীরপাড় গ্রামের মৃত আব্দুস শুকুরের ছেলে আবদুল মতিন (৪৫)।
পুলিশ জানায়, সিলেট থেকে জাফলংয়ের উদ্দেশে যাওয়া যাত্রীবাহী বাস জৈন্তাপুরের দরবস্ত এলাকায় পৌঁছালে একই দিকে যাওয়া অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা দুজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও তিন জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে অটোরিকশার চালক রয়েছেন কিনা সেটি জানা যায়নি। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়।
জৈন্তাপুর থানার ওসি ওমর ফারুক মন্ডল জানান, সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করার পাশাপাশি আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।