দক্ষিণ সুরমার মোল্লারগাঁওয়ে নৌকার হার

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. মামুন খান বিজয়ী হয়েছেন।
মোটরসাইকেল প্রতীক নিয়ে ৪ হাজার ৮১৬টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জবরুল ইসলাম জগলু নৌকা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৮০টি ভোট।
শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোল্লারগাঁও ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
প্রাথমিকভাবে মামুন খানের বিজয়ের বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন সিলেট জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শুকুর মাহমুদ।