জগন্নাথপুরে বন্যার্তদের ত্রাণ বিতরণ
দুর্যোগে - সংকটে শেখ হাসিনা মানুষের পাশে আছেন: ডন
বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন বলেছেন, দুর্যোগে, সংকটে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানুষের পাশে রয়েছেন।
তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী সঠিক মানুষের কাছে পোঁছানো প্রশাসনের দায়িত্ব। সকলকে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে ধৈর্যের সঙ্গে সংকট মোকাবিলা করতে হবে।
বুধবার সন্ধ্যায় তিনি জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের তেলিকোনা গ্রামে বন্যার্তদের মধ্যে ত্রান সামগ্রী বিতরণকালে এ কথা বলেন।
আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আসাদুল মিয়ার সভাপতিত্বে এসময় পথসভায় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান হারূন রাশীদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মাস্টার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কুতুব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য কুহিনুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা কালি কুমার রায়, ফয়জুল রহমান, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল মালিক, মকসুদ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আক্তার হোসেন,ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা নুহেল মিয়া, শেরাটন মিয়া প্রমুখ।
এর আগে তিনি সকাল থেকে দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার প্রায় বিশটি গ্রামের দুই হাজার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
জেএস/কেআইএম