প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, প্রতীক বরাদ্দ কাল

প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, প্রতীক বরাদ্দ কাল

সিলেট-৩ আসনে উপনির্বাচনে বৈধ চার প্রার্থীর মধ্যে শুক্রবার (২৫জুন) নির্বাচনী প্রতীক বরাদ্দ দেয়া হবে।

ঘোষিত তফসীল অনুসারে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিলো আজ বৃহস্পতিবার (২৪ জুন)। কোন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করলে বৈধ চার প্রার্থীর মধ্যে শুক্রবার নির্বাচনী প্রতীক বরাদ্দ দেয়া হবে নির্বাচন কমিশন সুত্র নিশ্চিত করেছে।

ঘোষিত তফসীল অনুসারে, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ১৫ জুন, মনোয়নপত্র বাছাই ১৭ জুন, ভোটগ্রহণ করা হবে আগামী ২৮ জুলাই।

৪ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে বলে জানিয়েছেন সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের।

বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টি মনোনীত আতিকুর রহমান আতিক, বাংলাদেশ কংগ্রেস মনোনীত জুনায়েদ মুহাম্মদ মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী সদ্য বহিষ্কৃত বিএনপির কেন্দ্রীয় সদস্য শফি আহমদ চৌধুরী।