বন্যার্ত মানুষের পাশে অবিরাম ছুটে চলা একজন শাহীনূর পাশা

বন্যার্ত মানুষের পাশে অবিরাম ছুটে চলা একজন শাহীনূর পাশা
বন্যার্তদের ত্রান সামগ্রী বিতরণ করছেন সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শাহীনূর পাশা চৌধুরী।

কামরুল ইসলাম মাহি || স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সিলেট -সুনামগঞ্জ। যেখানে লাখ লাখ মানুষ পানিবন্দি। চারদিকে অথৈ জল। জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে ঘরবাড়ি। অনেকেই বাড়ি ছেড়ে যাচ্ছেন না সহায় সম্পদের মায়ায়। এ যেন জলযোদ্ধে বানভাসি মানুষের বসবাস।

এই অবস্থায় পানিবন্দি মানুষের মধ্যে খাবার ও বিশুদ্ধ পানির সংকটে চরমে। ত্রাণের অপেক্ষায় বানভাসি মানুষ। ঠিক এই যখন পরিস্থিতি তখন বন্যাকবলিত মানুষের পাশে দিনরাত খাবার নিয়ে হাজির হচ্ছেন সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শাহীনূর পাশা চৌধুরী।

সুনামগঞ্জে পরিস্থিতি সৃষ্টি শুরু থেকেই চালিয়ে যাচ্ছেন ত্রান সহায়তা কার্যক্রম। সংকটে থাকা বানভাসিদের পাশে দাঁড়িয়েছেন তিনি। শুকনো এবং রান্না করা খাবার বিতরণের পাশাপাশি নগদ অর্থ বিতরণও করছেন।

পাশার ঘনিষ্ঠজনরা জানান, ব্যক্তি ও সরকার থেকে ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকলেও দুর্গম এলাকায় মানুষদের কাছে তা পৌঁছাতে অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। ফলে বন্যায় প্লাবিত এলাকায় দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। এমন ক্ষুধার্ত মানুষের পাশে শাহীনূর পাশা ত্রান কর্যক্রম অব্যাহত রেখেছেন।

সর্বশেষ গতকাল রোববার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া  ইউনিয়নের বন্যা কবলিত মানুষের মধ্যে ত্রাণ-সামগ্রী বিতরণ করেছেন পাশা।

এব্যাপারে শাহীনূর পাশা চৌধুরী বলেন, ভয়াবহ বন্যার যখন শুরু হয় ঠিক তখনই সিলেট, সুনামগঞ্জের অসহায় মানুষের সহায়তায় আমি এবং আমার দল (জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের) ত্রাণ কার্যক্রমে অংশ অব্যাহত রেখেছে । এই ভয়াবহ সংকটে সকলে এগিয়ে আসা উচিত। আমাদেরকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।

'এই মহা সংকটে আমি আমার নির্বাচনী এলাকার (জগন্নাথপুর- শান্তিগঞ্জ) মানুষের পাশে আছি। ইনশাআল্লাহ এই ভয়াবহ পরিস্থিতি থেকে আমরা দ্রুত পরিত্রান পাবো।' যোগ করেন পাশা।