সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ
ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান দখল করেছে বাংলাদেশের মেয়েরা। এর আগে নেপালের বিপক্ষে ড্রয়ের পর ভুটানকে হারিয়ে জয়ে ফিরেছিল তহুরা-মারিয়ারা।
শুক্রবার বিকেলে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ১-০ গোলে জিতেছে বাংলাদেশ। ম্যাচের শুরুর সপ্তম মিনিটে স্পট কিক থেকে দলের জয়সূচক গোলটি করেন শামসুন্নাহার সিনিয়র।
৩ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠেছে স্বাগতিক বাংলাদেশ। এ ম্যাচ ছিল ফাইনালের সমীকরণে এগিয়ে থাকার লড়াই। সমান ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ভারত। তৃতীয় স্থানে থাকা নেপালের পয়েন্ট ৪।
এর আগে, নিজেদের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে ড্র দিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। তবে পরের ম্যাচে ভুটানকে ৬-০ গোলে উড়িয়ে জয়ে ফিরে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। রবিবার গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।