ভূমিহীন-গৃহহীন মুক্ত জৈন্তাপুর উপজেলা, ঘর পেল ৩২ পরিবার
সিলেটের জৈন্তাপুর উপজেলাকে ভূমিহীন-গৃহহীন (ক-শ্রেণি) মুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে ভূমিহীন-গৃহহীন পরিবারের মধ্যে চারিকাটা ইউনিয়নের বনপাড়া গ্রামে ৪র্থ ধাপে আশ্রয়ণ প্রকল্পের ঘর উদ্বোধন ও ৩২ জন উপকারভোগীর মধ্যে দলিল হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ১৫৯টি উপজেলার মত জৈন্তাপুর উপজেলায় শেষ ধাপে আশ্রয়ণ প্রকল্পের ঘর উদ্বোধন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক ভাবে আশ্রয়ণ প্রকল্পের ঘর উদ্বোধন করেন। আশ্রয়ণ প্রকল্পের ঘর উদ্বোধন পরবর্তী জৈন্তাপুর উপজেলায় শেষ ধাপে উপকারেভাগীদের মধ্যে দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।
উপজেলা পরিষদে আয়োজিত অনুষ্ঠান এবং চারিকাটা ইউপি'তে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রিপা মনি দেবী, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক, জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মৌলা চৌধুরী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান করিম, চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার একে আজাদ ভূঁইয়া, সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা জুটন চন্দ্র সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খায়রুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা প্রমুখ।