মা হারালেন ফারুক আহমেদ

মা হারালেন ফারুক আহমেদ

জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদের মা রাজিয়া খানম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মায়ের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছেন নাটক-সিনেমার এ অভিনেতা। তবে এ নিয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি। ফারুক আহমেদ বলেন, আজ সকালে আমার মা চিরদিনের জন্য চলে গেল। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।

২০০৫ সালের ১৩ জানুয়ারি বাবা আফসার উদ্দিন মোল্লাকে হারিয়েছেন এ অভিনেতা। সম্প্রতি বাবার মৃত্যুবার্ষিকীতে সবার কাছে দোয়া চেয়েছিলেন তিনি।

রাজিয়া খানমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফারুক আহমেদের একাধিক সহকর্মী। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহানুভূতি জানান।