মেহনতি মানুষকে বঞ্চিত করে উন্নয়ন হয় না: এমপি মোকাব্বির
সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান বলেছেন, যে কাজে কৃষক-শ্রমিক ও গরিব-মেহনতি মানুষ উপকৃত হয় সে কাজ অগ্রাধিকার ভিত্তিতে করা হবে। কারণ মেহনতি মানুষকে বঞ্চিত করে দেশের উন্নয়ন হয় না। মালয়েশিয়া ও বাংলাদেশ প্রায় কাছাকাছি সময় স্বাধীন হয়। কিন্তু মালয়েশিয়া আজ কোথায় আর আমরা কোথায়! আমাদের দেশ এগোতে পারেনি কতিপয় দুর্নীতিবাজ ব্যবসায়ী ও আমলা-সচিবদের কারণে। তাই দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।
সোমবার (২৪ মে) দুপুরে সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের প্রথমপাশায় ওয়ার্ডবাসীর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বুরুঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম জি গোলাম রসুল খালেক আহমদ লটইয়ের সভাপতিত্ব ও শেখ আসাদুজ্জামান জুবায়েরের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, দয়ামীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুর উদ্দিন নুনু প্রমুখ।