লকডাউন: তৃতীয় দিনে সিলেটে কিছুটা বেড়েছে মানুষের চাপ

লকডাউন: তৃতীয় দিনে সিলেটে  কিছুটা বেড়েছে মানুষের চাপ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের দেয়া কঠোর লকডাউনের তৃতীয় দিনে সিলেট নগরে মানুষের চাপ কিছুটা বেড়েছে। নানা কাজে মানুষ ঘর থেকে বের হচ্ছেন। আগের দুইদিনের তুলনায় দোকানপাট খোলার পরিমাণও আছে কিছুটা বেশি। তবে নগরে যানবাহনের পরিমাণ তেমন বাড়েনি।

অন্য দুদিনের মতো লকডাউনের তৃতীয়দিনও নগরের বেশিরভাগ সড়ক রয়েছে রিকশার দখলে। এছাড়া বিছিন্নভাবে কিছু কিছু সিএনজি অটোরিকশা চলাচল করলেও এতে যাত্রী নেই বললেই চলে। তবে ব্যক্তিগত পরিবহণ কিছুটা বেড়েছে নগরে।

এদিকে লকডাউন বাস্তবায়নে সিলেট নগরীর মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। মোট ১৬ টি মোড়ে বসানো এসব চেকপোস্ট কাজ করছে যান চলাচল নিয়ন্ত্রণে।

শনিবার (২ জুলাই) লকডাউনের তৃতীয় দিন সকাল থেকে নগরীর সিলেটের প্রবেশদ্বার দক্ষিণ সুরমার অতির বাড়ি, কদমতলি, কুমারগাঁও ও বিমানবন্দর সড়কসহ নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। জনগুরুত্বপূর্ণ কিছু পরিবহন ছাড়া আর কোনো যানবাহন চলতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি প্রয়োজন ছাড়া কোনো যানবাহন বা ব্যক্তিকে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে দেওয়া হচ্ছে না।