শফিকুর রহমান চৌধুরীকে বিমানবন্দরে সংবর্ধনা

শফিকুর রহমান চৌধুরীকে বিমানবন্দরে সংবর্ধনা

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলে থাকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেট জেলা আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় ভিআইপি লাউঞ্জের সামনে এক সংবর্ধন প্রদান করা হয়।

সংবর্ধনাকালে শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘আজ মহান বিজয় দিবস। বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক দিন। বিজয়ের ৫০তম বছর পূর্ণ হলো আজ। এ দিনে সিলেটবাসীসহ সবাইকে জানাই বিজয়ের শুভেচ্ছা।’ তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে ওঠছে। দেশকে কাঙ্গিক্ষত গন্তব্যে নিয়ে যেতে আমাদের সবাইকে বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ-বিদেশে যে ষড়যন্ত্র চলছে, তা মোকাবেলায় সজাগ থাকতে হবে।

সংবর্ধনাকালে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খাঁন, কবির উদ্দীন আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট আব্বাছ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সায়ফুল আলম রুহেল, মজির উদ্দীন, নিজাম উদ্দীন চেয়ারম্যান, ড. নাজরা চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য গোলাপ মিয়া, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ আসাদুজ্জামান, আবুল কালাম ফনিক, অতুল দে, সমর উদ্দীন মানিক, এটিএম বদরুল, মকদ্দুস আলী, জাবেদ আহমদ আম্বিয়া, অরুনোদয় পাল ঝলক, আব্দুল আজিজ সুমন,

লুৎফুর রহমান, আব্দুল মুকিত, মুন্না, জাহেদ সুমন, প্রফেসর জহরুল হোসেন জহির, এডভোকেট সাজ্জাদ, তফজ্জুল হোসেন, চয়ন পাল, নজরুল ইসলাম বেলাল, মাস্টার আফতাব, লালা মিয়া, মাহবুব মিয়া, নাজমুল আলম চৌধুরী অপু, এনামুল হক এনাম, আব্দুস সালাম, চঞ্চল পাল, সেলিম রেজা, দিলদার আলী, সামছুল ইসলাম মিলন, শাহজাহান মেম্বার, মিজানুর রহমান, আহমদ খাঁন, সুরমান মেম্বার, স্বপন মেম্বার, আবুল হোসেন, ইলিয়াস মিয়া, হীরা মিয়া, তফজ্জুল হোসেন, হিরন মিয়া, আব্দুন নুর, হাফিজ মাসুম আহমদ চৌধুরী, আরশ আলী গনি, কবিরুল ইসলাম কবির, ফয়সল আহমদ, জুনেদ আহমদ, ছফু আহমদ, ফয়জুল্লাহ, রাশেদ আহমদ, মুহিবুর রহমান সুইট, পলাশ, কামাল, জাকির নুর চৌধুরী, এমদাদুল হক উবেদ।