শান্তিগঞ্জে নির্যাতনের অভিযোগে মৃত্যু: এসআই দেবাশীষ বদলি

শান্তিগঞ্জে নির্যাতনের অভিযোগে মৃত্যু: এসআই দেবাশীষ বদলি

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের নির্যাতনে উজির মিয়ার (৪০) মৃত্যুর অভিযোগ ওঠার পর পুলিশের উপপরিদর্শক (এসআই) দেবাশীষ সূত্রধরকে বদলি করা হয়েছে।

বুধবার বিকেলে তাঁকে শান্তিগঞ্জ থানা থেকে দিরাই থানায় বদলি করা হয়। বদলির বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ। তবে পুলিশের দাবি, এটি স্বাভাবিক বদলি। শাস্তিমূলক কোনো পদক্ষেপ নয়।

উজিরের পরিবারের দাবি, গত ৯ ফেব্রুয়ারি চুরির অভিযোগে উজিরকে আটক করে নিয়ে যান শান্তিগঞ্জ থানার এস আই দেবাশীষ, এস আই পার্ডন কুমার সিংহ ও এএসআই আক্তারুজ্জান। পরদিন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আদালতের মাধ্যমে জামিনে মুক্ত হন উজির। কিন্তু তার গায়ে, মাথায়, মুখে নির্যাতনের একাধিক আঘাতের চিহ্ন ছিল। 

১০ ফেব্রুয়ারি রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ছাতক কৈতক হাসপাতালে ভর্তি করা হয় উজির মিয়াকে। ভর্তির পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। মৃতের পরিবারের অভিযোগ পুলিশি নির্যাতনেই মৃত্যু হয়েছে উজিরের। উজির শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন গ্রামের মৃত কাঁচা মিয়ার ছেলে ও তিনি  দুই সন্তানের জনক ছিলেন। পেশায় ছিলেন কৃষক। 

জেএস/ এএসআর