শাবিতে সরস্বতী পূজা উদযাপন, পরিদর্শনে ভারতীয় হাই কমিশনার

শাবিতে সরস্বতী পূজা উদযাপন, পরিদর্শনে ভারতীয়  হাই কমিশনার

শাবি প্রতিনিধি ।। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাবি শাখা, শাবিপ্রবির কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটি, শ্রী কৃষ্ণচৈতন্য শিক্ষা ও সাংস্কৃতিক সংঘসহ বিভিন্ন বিভাগের ১১টি অস্থায়ী পূজামণ্ডপে সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে।

শনিবার  দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্বরস্বতী পূজা উদযাপনের বিভিন্ন অস্থায়ী পূজামণ্ডপ পরিদর্শন করেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার নীরাজ কুমার জায়সওয়াল।

এসময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, শাবি শাখার সভাপতি অধ্যাপক ড. হিমাদ্রি শেখর রায়, সাধারণ সম্পাদক অশোক বর্মন অসীম, সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. নারায়ণ সাহা ও অধ্যাপক ড. দীপেন দেবনাথ, শাবিপ্রবির কেন্দ্রীয় সরস্বতী পূজা উদযাপন কমিটির সভাপতি দীপ্ত রায়সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শাবি শাখার সাধারণ সম্পাদক অশোক বর্মন অসীম বলেন, শাবিতে খুবই সুন্দরভাবে স্বরস্বতী পূজা উদযাপিত হয়েছে। এক্ষেত্রে, বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ শাবি পরিবারের সবাই আমাদের সহযোগিতা করেছেন। এজন্য ধন্যবাদ জ্ঞাপন করছি।

পাশাপাশি, পরিবারসহ শাবিতে পূজা উদযাপনে অংশ নেওয়ায় ভারতীয় সহকারী হাই কমিশনার নীরাজ কুমার জায়সওয়ালকেও ধন্যবাদ জানান তিনি।