শাস্তি রোনালদোর, কেন?

শাস্তি রোনালদোর, কেন?

বেঞ্চে বসে থেকে বদলি হিসেবে মাঠে নামা–মৌসুমের শুরু থেকেই এটা মেনে নিতে হচ্ছিল ক্রিস্টিয়ানো রোনালদোকে। মৌসুমের শুরুর দিকে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচগুলোতে তবু বদলি খেলোয়াড়ের ভূমিকায় দেখা গেছে পর্তুগিজ তারকাকে, কিন্তু ম্যানচেস্টার ডার্বিতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে তো পুরো ম্যাচেই বেঞ্চ গরম করে কেটেছে রোনালদোর।

রোনালদোকে একই ভূমিকায় দেখা গেল গত পরশু টটেনহামের বিপক্ষে ম্যাচেও। বিষয়টি সহজভাবে নেননি রোনালদো।  এ কারণেই তো ম্যাচ শেষ হওয়ার কয়েক মিনিট আগে ডাগআউট থেকে উঠে ড্রেসিংরুমে চলে যান ইউনাইটেডের পর্তুগিজ উইঙ্গার।

ম্যাচ শেষ হওয়ার আগে রোনালদোর এভাবে ডাগআউট ছেড়ে যাওয়াতেই পরিষ্কার, বেঞ্চে বসে থাকাটা মোটেই ভালো লাগছে না তাঁর। তবে ম্যাচ শেষ হওয়ার আগেই এভাবে মাঠ ছেড়ে যাওয়ার জন্য শাস্তি পেতে হলো রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের সাবেক তারকাকে। 'দলের শৃঙ্খলা ভঙ্গের' কারণে আগামীকাল চেলসি ম্যাচের স্কোয়াডেই তাঁকে রাখেননি ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ।