শ্রীমঙ্গলে গাঁজাসহ ৮জন গ্রেফতার
সোলেমান আহমেদ মানিক, শ্রীমঙ্গল:
শ্রীমঙ্গল থানা পুলিশের মাদক বিরোধী পৃথক দুটি অভিযানে ০১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ শহরতলীর ভুরভুরিয়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ০১ কেজি গাঁজাসহ শ্রীমঙ্গলের ১০ নম্বর ভানুগাছ রোডের মোঃ মফিজ উদ্দিনের ছেলে বাবুল মিয়া, ভুরভুরিয়া চা বাগানের মৃত বংশী রিকিয়াশনের ছেলে মানিক রিকিয়াশন, ১০ নম্বর ভানুগাছ রোডের মৃত কালাই মিয়ার ছেলে মোঃ সাজু মিয়া, ভুরভুরিয়া চা বাগানের নূর ইসলামের ছেলে মহসিন মিয়া ও জালালিয়া রোডের হাসমত আলীর ছেলে খোকন মিয়াসহ ৫ জনকে গ্রেফতার করে।
অপর অভিযানে শ্রীমঙ্গল উপজেলার সুইনগর ইসলামবাগ রেল লাইনের দক্ষিন পাশে মনির মিয়ার ভুষি মালের দোকানের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজাসহ হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার মন্দইল গ্রামের বাসীন্দা বর্তমানে শ্রীমঙ্গল শহরের শাহীবাগ ছত্তরমিয়ার বাসার ভাড়াটিয়া মৃত আবুল হোসেন অরফে লুসন মিয়ার ছেলে মোঃ সনু মিয়ার অরফে চনুর মিয়া, কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউপি'র কালেঙ্গার মৃত রওশন আলীর ছেলে মোঃ আক্তার হোসেন (দুলন) ও মৃত ফিরোজ মিয়ার ছেলে মোঃ শামীমসহ ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, উপরোক্ত বিষয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে ০২টি পৃথক মামলা রুজু হয়। আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করার পক্রিয়া চলমান। শ্রীমঙ্গলকে মাদক মুক্ত করতে এমন অভিযান অব্যাহত থাকবে।