সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে জগন্নাথপুরে মানববন্ধন

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে জগন্নাথপুরে মানববন্ধন

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্থা-নির্যাতন, মিথ্যা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তির দাবিতে জগন্নাথপুর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বুধবার বিকেলে স্থানীয় পৌর পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রথম আলো প্রতিনিধি অমিত দেবের পরিচালনায় এতে বক্তব্য দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, বীর মুক্তিযোদ্ধা রসরাজ বৈদ্য, জগন্নাথপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, সহ সভাপতি তাজ উদ্দিন আহমেদ, পৌর সভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না উপজেলা, আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা শ্রমিকলীগ আহ্বায়ক নুরুল হক, আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান মুজিব, মাসুম আহমদ, সাংবাদিক আলী আহমদ, গোবিন্দ দে, কামরুল ইসলাম মাহি, জুয়েল মিয়া, উপজেলা যুবলীগ সহ সভাপতি শিক্ষক সাইফুল ইসলাম রিপন, উপজেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকমল হোসেন ভূঁইয়া, পৌর যুবলীগ নেতা সৈয়দ জিতু মিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি কল্যাণ কান্তি রায় সানী  প্রমুখ।

সভায় বক্তারা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি ও স্বাস্থ্য বিভাগের দুর্নীতিবাজদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।