সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তি পরীক্ষা, অংশ নিলেন ১ হাজার ৭৪০ জন

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তি পরীক্ষা, অংশ নিলেন ১ হাজার ৭৪০ জন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধিভুক্ত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মুশতাক আহমেদ বলেন, বেলা ১১টা থেকে কলেজ ক্যাম্পাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিনটি বিভাগে মোট ১৮০টি আসনের বিপরীতে ২ হাজার ৪ জন শিক্ষার্থী আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন ১ হাজার ৭৪০ জন। অর্থাৎ পরীক্ষায় উপস্থিতির হার ৮৬.৮৩ শতাংশ।

এদিকে পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

পরীক্ষা শেষে তিনি বলেন, শতভাগ শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করে এবারের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর হয়েছে। এছাড়া আমাদের অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেট বিভাগীয় অঞ্চলের ভর্তি পরীক্ষা ও গুচ্ছ ভর্তি পরীক্ষাও সুষ্ঠু হয়েছে। আজকের পরীক্ষাসহ সবগুলো পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন তৎপর ছিল। আমাদের সার্বিক ব্যবস্থাপনায় শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তুষ্ট হয়েছেন।