সিলেট পলিটেকনিক কারিগরি ছাত্র পরিষদের প্রতিবাদ

ছাত্রলীগ নেতৃবৃন্দের উপর মামলার তীব্র নিন্দা ও দ্রত মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ বাকাছাপ সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সভাপতি সবুজ মিয়া ও সাধারণ সম্পাদক আরিফ মিয়া।
গণমাধ্যমে এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ১২/০১/২২ তারিখে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের তিন শিক্ষকের পদমর্যাদাসহ বদলির সিদ্ধান্ত আসে। বদলির ঐ সিদ্ধান্ত বাতিল করে উক্ত পদমর্যাদা বহাল রেখে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে বিজ্ঞ এই তিন শিক্ষক থাকার দাবিতে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থী ও বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ (বাকাছাপ)সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট শাখা কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর দরখাস্ত করে।
'কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় হলো সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য এই দাবি ধামাচাপা দিতে কলেজ প্রশাসন উক্ত ঘটনাকে ভিন্ন ভাবে প্রবাহিত করতে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের নিরাপত্তা কর্মকর্তা মো. মাহবুবুল আলম বাদী হয়ে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈকত চন্দ রিমী ও ছাত্রলীগ নেতা তাওহীদ ইসলামের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০/৩৫ জনকে আসামি করে সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন ভাবে একটি মামলা দায়ের করেন।'
'বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ (বাকাছাপ)সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট শাখা উক্ত মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।'
নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, মিথ্যা এই মামলা দ্রুত প্রত্যাহার করে সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নিয়ে সাধারণ শিক্ষার্থীদের প্রতি কলেজ প্রশাসনের সহনশীল হওয়া প্রয়োজন।