সিলেট মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলন
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মানবাধিকার ব্যক্তিত্ব কাজল দেবনাথ বলেছেন, অসাম্প্রদায়িক গনতান্ত্রিক ও ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ে স্বাধীন বাংলাদেশের জন্ম হলেও মননে-মানসিকতায় গোটা জাতি তা থেকে অনেক দূরে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের নিশ্চয়তা মহান স্বাধীনতার ঘোষনা পত্রে দেয়া হলেও আজকের বাস্তবতা হচ্ছে- সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, সমাজ, রাষ্ট্র ও রাজনীতির রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর অস্তিত্ব রক্ষায় আগামী জাতীয় নির্বাচনের পূর্বেই সরকারকে সংখ্যালঘু মন্ত্রনালয় ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের যথাযথ বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য ভূমি কমিশন গঠন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন এবং পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের বাস্তবায়ন সহ পার্বত্য শান্তি চুক্তির পূর্ন বাস্তবায়ন করতে হবে।
তিনি শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
সংগঠনের মহানগর সভাপতি এডভোকেট মৃতুঞ্জয় ধর ভোলা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব’র পরিচালনায় অনুষ্টিত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, পুজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য, ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আশু রঞ্জন দাস, হবিগঞ্জ জেলা সভাপতি জগদীশ চন্দ্র মোদক, পুজা পরিষদ সিলেট জেলা সভাপতি মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ, সিলেট মহানগর সভাপতি সুব্রত দেব, সিলেট জেলা সাধারণ সম্পাদক কৃপেশ পাল, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক এডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী, মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক নকুল চন্দ্র দাস, পুজা পরিষদ সিলেট জেলা সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, মহানগর সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মহিন দে।
প্রধান বক্তার বক্তব্যে জয়ন্ত কুমার দেব বলেন, সংখ্যালঘু নির্যাতনকারী বা স্বার্থ বিরোধী কোন প্রকার কর্মকান্ডে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জড়িত ছিলেন বা আছেন এমন কাউকে আগামী সংসদ নির্বাচনে কোন রাজনৈতিক দল বা জোট থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন না দেয়ার আহব্বান জানান।
সম্মেলনে বক্তারা বলেন, ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য নিষিদ্ধ করার ব্যাপারে সরকারের নিকট জোর দাবি জানান। সম্মেলনে ঐক্য পরিষদের জেলা সভাপতি এডভোকেট প্রদীপ ভট্টাচার্য্যরে পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন অরিন্দম দাস হাবলু। সম্মেলনে শোক প্রস্তাব পাঠ করেন এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মির্নল সিনহা, মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, দানেশ সাংমা, ধীরেন্দ্র ধর, রাজকুমার পাল রাজু, জিডি রুমু, বাবুল দেব, অপন দাস, এডভোকেট বিভাবসু গোস্বামী বাপ্পা, ধনঞ্জয় দাস ধনু, রতিন্দ্র দাস ভক্ত, রকি দেব প্রমুখ।